আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৫
দুর্বৃত্তদের নৃশংসতায় দুই হাতের কব্জি বিছিন্ন করা গুরুতর আহত যুব দল নেতা লিটন মন্ডলকে বিকালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে বিশেষজ্ঞ চিকিতসকরা নিবিড় পর্যবেক্ষনে রেখে চিকিতসা দিচ্ছেন।
গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিছিন্ন করে এবং দুইটি পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে।লিটন ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যু্ব দলের সাধারণ সম্পাদক ও জেলা যুব দলেল সদস্য।
আমির খসরু হাসপাতালে লিটনের চিকিতসার খোঁজ খবর নেন এবং তার সাথে কথা বলেন।তিনি লিটনকে বলেন, ‘‘ তুমি একা নও। তোমার সাথে বিএনপি, এদেশের মানুষ ও বিশ্ববাসী রয়েছে। সকলের দোয়া আছে। তুমি আমাদের সাহস। মনোবল শক্ত রাখবে।”স্ত্রী ও তার দুই সন্তানের সাথেও কথা তাদেরকে সাহস দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
পরে সাংবাদিকদের কাছে আমির খসরু বলেন, ‘‘ দেশের অবস্থা কেমন এই লিটন মন্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বুঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই্। এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনাপাত করছি।”এ সময়ে দলের স্বাস্থ্য বিষয়ক সস্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
রফিক বলেন, ‘‘ দুবৃর্ত্তরা লিটন মন্ডলকে কুপিয়ে তার দুই হাতের কবজি থেকে বিচ্ছিন্ন ও দুই পা ভেঙে ফেলেছে। ঘটনার পরপরই রাতেই ঢাকায় এনে ১০ ঘন্টার টানা অস্ত্রোপচার করে বিশেষজ্ঞ চিকিতসকরা তার কেটে ফেলো দুই হাত ও ভেঙে ফেলা দুই পা অস্ত্রোপচার করা হয়। এখন পর্যন্ত ৫টা অস্ত্রোপচার করা হয়েছে। বিশেষ চিকিতসকদের তত্ত্বাবধায়নে চিকিতসা চলছে।”
‘‘ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারেক রহমান সরাসরি তার চিকিতসা কার্য্ক্রম সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন।”
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |