আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৬
মনির হোসেন জীবন – বগুড়া সদর থানায় একটি সাইবার অপরাধ মামলায় পলাতক আসামি আল-আমিনকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোঃ আল-আমিন খান (২৮)। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কিসমত শ্রীনগর গ্রামের আইয়ুব আলী খানের পুত্র।
আজ রোববার দুপুরে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক
জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল গতকাল শনিবার দিবাগত রাত দেড় টার দিকে
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলার বগুড়া সদর থানার একটি সাইবার অপরাধ মামলার পলাতক আসামি মোঃ আল-আমিন খান (২৮)কে আটক করতে সক্ষম হয়।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায়, আটককৃত আসামি আল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে নগ্ন ছবিতে রুপান্তরের মাধ্যমে ফেইক আইডি দিয়ে ভিকটিমকে ব্ল্যাক মেইল করে আসছিল। এঘটনায় ভিকটিম বগুড়া সদর থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে আটক আসামি আল-আমিন খানকে শনাক্ত করতে সক্ষম হয়।
ফারজানা হক জানান, ২০২১ সালে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার পলাতক আসামী সে। মামলা দায়েরর পর থেকে আসামী আল আমিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পলাতক জীবনযাপন করে আসছিল।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |