এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সাথে জামায়াতের নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পুলিশ বাদি হয়ে এ মামলা দায়ের করে। এতে ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সময় আটক ৪০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম কে। এর আগে মঙ্গলবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সাথে জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক ৪০ জন জামায়াত শিবিরের উশৃঙ্খল কর্মী, পলাতক ২৫ জন সহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছ।