আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০২
বিডি দিনকাল ডেস্ক:- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল আজ ১৬ আগষ্ট ২০২৩ বুধবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে উদ্দেশ্য করে বলেন, তারা ভেবেছিলো বেগম খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারান্তরীণ করলেই বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে যাবে, সেটা কোনোদিন সম্ভব হবে না , হতে দিবো না। তিনি বলেন, জন্মদিনে শুধু শুভেচ্ছাই নয় আমরা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করি। তিনি (বেগম খালেদা জিয়া) যেনো অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্ব দেন সেই প্রত্যাশা করছি। ড. আব্দুল মঈন খান বলেন, আমরা দেশনায়ক তারেক রহমানের প্রণীত কর্মসূচি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভোটাধিকার এবং এদেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ছাড়াও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, বীর উত্তম, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, এডভোকেট আহমদ আযম খান, উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ভিপি, মনিরুল হক চৌধুরী, মেহেদী আহমেদ রুমী, এস এম আব্দুল হালীম, মোঃ আবদুল কাইয়ূম, ইসমাঈল জবিউল্যাহ, ক্যাপ্টেন সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রশীদ সরকার, অধ্যাপক ড.তাজমেরী এস ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, এডভোকেট নজমুল হক নান্নু, তাহমিনা রুশদীর লুনা, ড. মোঃ এনামুল হক চৌধুরী, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, আফরোজা খান রিতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম শান্ত, জহিরুল হক শাহজাদা মিয়া, এসএম ফজলুল হক, আব্দুল হাই শিকদার বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, যুগ্ম-মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি নেতা ফজলুল হক মিলন, বিলকিস আক্তার শিরিন, শ্যামা ওবায়েদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহীর উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যনী, কারুজ্জামান রতন, খালেদ মাহবুব শ্যামল, রিয়াজ উদ্দিন নসু, হারুনুর রশীদ, রাশেদা বেগম হীরা, রকিবুল ইসলাম বকুল, ফরহাদ হোসেন আজাদ, শিরিন সুলতানা, শরীফুল আলম, তাইফুল ইসলাম টিপু, আমীরুল ইসলাম খান আলীম, হেলেন জেরিন খান, সুলতানা আহমেদ, আব্দুল বারী ড্যানী, হুমায়ূন কবীর খান, এডভোকেট নেওয়াজ হালিমা আরলী, কাদের গণি চৌধুরী, শাম্মী আক্তার, রাহানা আক্তার রানু, কাজী রওনাকুল ইসলাম টিপু, নাজিম উদ্দিন আলম, বিলকিস ইসলাম, টিএস আইয়ূব, সাঈদ সোহরাব, ফরিদা ইয়াসমিন, হেনা আলাউদ্দিন, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, এডভোকেট সিমকী ইমাম খান, ফকির মাহবুব এনাম স্বপন, আলী নেওয়াজ খৈয়াম, নবী উল্যাহ নবী, আয়েশা সিদ্দিকা মানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী, কৃষক দল সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন, মুক্তিযোদ্ধা দল সভাপতি ইসতিয়াক আজীজ উলফাত, মৎস্যজীবী দল সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, তাঁতী দল সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ রাজীব আহসান, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জাসাস সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক আব্দুর রহীম, তাঁতীদল সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করীম মজুমদার, ওলামা দল সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম, ড্যাব সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দু সালাম, জিয়া পরিষদ সাধারণ সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমূখ উপস্থিত ছিলেন।
সব শেষে বিশেষ দোয়া মাহফিলে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আশু রোগমুক্তি ও সুস্থতায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপ্যাল মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |