- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- সৌদি আরব ফেরত ২২ বছরের প্রবাস জীবন:মানসিক ভারসাম্যহীন অবস্থায় ব্র্যাক মাইগ্রেশনে চট্টগ্রাম এর মিজানুর রহমান
সৌদি আরব ফেরত ২২ বছরের প্রবাস জীবন:মানসিক ভারসাম্যহীন অবস্থায় ব্র্যাক মাইগ্রেশনে চট্টগ্রাম এর মিজানুর রহমান
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
শনিবার ভোরে বিমানবন্দরে বাইরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে বসে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। তাকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অফিসে আনা হয়।
তথ্য বিশ্লেষণ করে জানা যায়, ১৮ আগষ্ট শুক্রবার দুপুর ১২.৩০ মিনিটে বাংলাদেশ বিমানের BG-136 বিমান যোগে ঢাকায় পৌঁছান। তবে তিনি স্বজনদের ঠিকানা বলতে পারছেন না। পরে তাঁর পরিবারের খোঁজ করার জন্য বিমানবন্দর আর্মড পুলিশ প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন।
মিজানুর রহমানের বয়স: ৫৭ বছর। তিনি বর্তমানে ব্র্যাকের হেফাজতে আছেন। পাসপোর্টের নাম অনুযায়ী নাম মো: মিজানুর রহমান। বাড়ি চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার ১২০ সদরঘাট রোড। পিতার নাম আব্দুল জব্বার, মাতা: ফাতেমা বেগম, বোন: আনোয়ারা। পাসপোর্টে জরুরী যে নম্বর দেওয় আছে সেই নম্বরে ফোন করে আমরা জেনেছি সেটি পরিবারের কারো নম্বর নয় বরং যে দালাল পাসপোর্ট করে দিয়েছিল তাঁর নম্বর। দালাল বলেছে, তারা অনেকের পাসপোর্টই করে। এই লোকের বিষয়ে কিছু জানা নেই। চট্রগ্রামের কোতোয়ালি ও সদরঘাট থানা পুলিশকে ছবি ও পাসপোর্ট দেয়া হয়েছে।
পাসপোর্টের তথ্য অনুযায়ী মিজানুর রহমান ২০০১ সালে সৌদি আরব যাওয়ার পর থেকে আর কখনোই দেশে আসেনি। এখন তিনি ঠিকভাবে কিছু বলতেও পারছে না, শুধু বলেন তার সকল আত্মীয় স্বজন মারা গেছে।
দীর্ঘ ২২ বছর কেন তিনি দেশে আসেনি বা কেন পরিবারের সাথে যোগাযোগ করেননি বা এতোদিন তিনি তাহলে কি করতেন এবিষয়ে জানার চেষ্টা করা হলেও মিজানুর রহমান মানসিক অসুস্থ হওয়ার কারনে কিছুই জানা সম্ভব হচ্ছে না। তাঁর পরিবারের সন্ধান প্রয়োজন। সবার সহযোগিতা কামনা করছি। পোষ্টটি শেয়ার করুন।
Please follow and like us:
20 20