আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৯
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : অতিতের প্রায় প্রতিটি নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ১ মীরসরাই আসন থেকে সাম্যবাদী দল’র নেতা বাবু দিলীপ বড়ুয়া নির্বাচনে প্রার্থী হয়ে মাত্র ৪/৫-৬ শতো ভোট পাওয়ার অপরাধের শিকার হয়ে জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছিলো সে কি না আবার আগামী নির্বাচনে মীরসরাই আসন থেকে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন চেয়ে নির্বাচন করবেন! অবশ্য তার মতো একজন শিক্ষিত ব্যক্তির মান-মর্যাদা রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় তাকে কোটার আওতায় এনে মন্ত্রী পর্যন্ত বানিয়ে দিয়ে মীরসরাইবাসীর মান-মর্যাদা ও রক্ষা করেছিলেন। তবে, গতবারের মতো সেই পরিস্থিতি যে এখন আর নেই তা দিলীপ বড়ুয়া বয়সের ভারে ন্যূনতম হয়ে শিক্ষার জ্ঞান-বুদ্ধি হারিয়ে ফের ভাঙা ঢোল বাজিয়ে নিজেকে জাহির করার কাজে নেমে পড়েছেন!! আর সে নীরিখে তিনি নাকি গতকাল তার নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দির বড়ুয়া পাড়ার বাড়িতে মীরসরাই থেকে ক’জন সাংবাদিক কে ডেকে নিয়ে সাংবাদিক সম্মেলনের নামে বৈঠকে বসে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি সবার সামনে খোলাসা করেন!! তবে, মীরসরাই উপজেলায় দূইটা প্রেস ক্লাব থাকায় কোন্ প্রেস ক্লাবের কোন্ কোন্ সাংবাদিক তাতে উপস্থিত হয়েছিলেন তা জানা যায়নি।
অতিতের সব নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়া এম, পি প্রার্থী ওই দিলীপ বড়ুয়ার আবারো এম, পি প্রার্থী হওয়ার জাগানিয়া খায়েস এর কথা জানতে পেরে মীরসরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মধ্যে নানান রকম কানাঘুষা চলছে।
কেউ কেউ বলছেন-তিনি এম, পি নির্বাচিত হন্ বা না হন্ তাতে কি আসে-যায়? তিনি প্রার্থী হবেন এবং সে জন্য ১৪দল থেকে মনোনয়ন চাওয়ার কথা জানাচ্ছেন! আবার অনেকে-ই বলছেন-চাইলে চাইতে পারেন তাতে দোষের কি? হিরো আলম যেখানে এম, পি প্রার্থী সেখানে দিলীপ বড়ুয়ার কথা বলার প্রয়োজন আছে বলে ও মীরসরাইয়ের বাসিন্দা হিসেবে তা মনে ও করিনা। আবার মীরসরাই উপজেলার প্রাজ্ঞ-অভিজ্ঞ মহল মনে করেন-দিলীপ বড়ুয়া বার বার জামানত বাজেয়াপ্ত হওয়া একজন হিসেবে আমরা মীরসরাইবাসীরা লজ্জিত।
এ দিকে উক্ত সাংবাদিক সম্মেলনে দিলীপ বড়ুয়া তার মন্ত্রীত্ব থাকাকালীন সময়ে বিভিন্ন কর্মকআন্ডের ফিরিস্তি তুলে ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহসী উল্লেখ করে বলেন, আমেরিকার বিরুদ্ধে কথা বলা সহজ নয়। এতে শক্তি ও সাহস দুটোই লাগে। যা বঙ্গবন্ধু কন্যা করে দেখিয়েছেন।
বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ আমেরিকার খেলার পুতুলে পরিণত হবে দাবি করে তিনি বলেন, আমেরিকা ইরাক, লিবিয়া, আফগানিস্তানকে শেষ করে দিয়েছে। এখন ইউক্রেনকে শেষ করে দেয়ায় পাঁয়তারা করছে
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |