আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪১
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম: বর্তমান ফ্যাসিস্ট আ’লীগ সরকারের পদত্যাগ না ঘটিয়ে বিএনপি ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো বলছে, একটি অবৈধ ও দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় বসে আছে। আমাদের এক দফা এক দাবি, এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। অবৈধ নির্বাচন কমিশন বাতিল করে একটি স্বচ্ছ নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।
গতকাল শুক্রবার বিকেলে নগরের নূর আহম্মদ সড়কে সরকারের পদত্যাগের একদফা দাবিতে আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লাভলেইন, জুবিলি রোড, আমতল হয়ে নিউ মার্কেট মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ গণমিছিল।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন অর রশিদ ভিপি, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বরকত উল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগ ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি গণতন্ত্রের কবর রচনা করে বাকশাল গঠন করে। ৭ নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বহুদলীয় গণতন্ত্র চালু করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেয়। তাই এ আওয়ামী লীগ জিয়াউর রহমানের অনুদানের আওয়ামী লীগ।
তিনি বলেন, আজকের কর্মসূচি গতকাল (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে। একদিনের ঘোষণায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে সরকারের পায়ের তলায় মাটি নেই। বিএনপির রাজনীতিতে জনগণ একতাবদ্ধ। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
মাহবুবের রহমান শামীম বলেন, আওয়ামী লীগ জনগণের নির্বাচিত সরকার নয়। তাদের দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।
ডাঃ শাহাদাত বলেন, বাংলাদেশ এখন ডেঙ্গুর দেশে পরিণত হয়েছে। এই সরকার মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পূরণ করতে পারছে না। সিটি কর্পোরেশন এমন ওষুধ কিনেছে, মশা মারা যায় না। সবকিছু দুর্নীতিতে সয়লাব করে ফেলেছে।
আবুল হাশেম বক্কর বলেন, দেশে চলছে এক ভয়াল নৈরাজ্যকর পরিস্থিতি। আওয়ামী লীগের রাজনৈতিক লক্ষ্য হচ্ছে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা।
আবু সুফিয়ান বলেন, অবৈধ সরকার গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করে চিরস্থায়ী ক্ষমতার বলয় তৈরি করেছে।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ আজিজ, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, এরশাদ উল্লাহ, শামসুল আলম, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মাহবুব আলম, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও নগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |