আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৪
কামরুল হাসান বাবলু , বিমানবন্দর / দক্ষিণখান প্রতিনিধি:-রাজধানীর দক্ষিণখান গাওয়াইর এলাকায় চা দোকানে বাকিতে সিগারেট না দেওয়ায় এলাকার বখাটে যুবক তৌফিক (১৬) ছুরিকাহত করে দোকানী রাফসান হোসেন (১৭) কে খুন করে ।
গতকাল বুধবার (২৩আগস্ট) বিকালে উত্তর গাওয়াইর আশকোনা বায়তুল মামুর জামে মসজিদ রোডে ১৯৬/৩ নং বাড়ির নিচে অবস্থিত আলামিন টি ষ্টোর এই খুনের ঘটনা ঘটে।
নিহত রাফসান হোনের গ্রামেরবাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার অভিরামপুর গ্রামের ৭নং ওয়ার্ড এর বাসিন্দা । সে তার পরিবারের সাথে দক্ষিণখান থানার গাওয়াইর বাজার স্কুল রোডে জামাল-কামালের বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকতেন । পিতা-মোহাম্মদ ইসলাম এর পুত্র আসামি তৌফিক, গাওয়াইর এর রফিকুল ইসলাম এর ভাড়াটিয়া ছিলেন পরিবারের সাথে ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর ডাক্তার সন্ধ্যায় তার মৃত্যু ঘোষণা করেন ।
থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই রিজিয়া খাতুন বিষয়টি নিশ্চিত করে আজ বিডি দিনকালকে বলেছেন , যখনি এই ঘটনা ঘটে তারপর পরেই আমরা হাসপাতালে যাই ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক ) এর নির্দেশে । সেখানে যাওয়ার পরেই জানতে পারি ভিকটিম দোকানদার যুবক মারা গিয়েছেন । আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ টি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে থানার এস আই রিজিয়া খাতুন আরো বলেন , নিহত যুবক এর মা ঘটনার পরেই থানায় খুনের অভিযোগ দায়ের করেন । অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই রাতেই অভিযুক্ত তৌফিক কে গ্রেফতার করা হয় । আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার আটক তৌফিককে মাননীয় মহানগর বিচারিক আদালতে হাজির করা হয় । খুনের ঘটনা স্বীকার করে আদালতে সে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন ।থানায় মামলা নাম্বার ২৯ / ২৩-০৮ -২০২৩ ইং ।
অন্যদিকে নিহিত যুবক এর মা কুসুম বেগম রাতেই থানায় তৌফিককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন । খুনি তৌফিক নিহত রাফসানের একজন পূর্ব পরিচিত ছিল ।পূর্ব সত্রুতার জের ধরেই সামান্য কথা কাটাকাটিতে দোকানে থাকা চুরি দিয়ে ছেলে রাফসানের বুকের বাম পাশে আঘাত করে ।এতে রাফসানের ব্যাপক রক্তক্ষরণ হয় । সে সময় পাশে থাকা লোকজন দ্রুত তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় । একপর্যায়ে তার সেখানে মৃত্যু হয় ।অজ বৃহস্পতিবার রাফসানের লাশ তার গ্রামের বাড়ি নিয়ে গিয়েছে পরিবার ।
নিহত রাফসানের মা বলেন , আমার বড়ো ছেলে আল-আমিন দোকানটি চালাতেন। মাঝে মধ্যে আমার ছোট ছেলে বড়ো ভাইকে সহযোগিতার জন্য দোকানে বসতেন ।সেখানেই আজ আমার ছেলেকে খুন করা হয়েছে । আমি এই খুনের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই বলে বার বার ঢুকরে ঢুকরে কেঁদে উঠেন ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |