মামুন হোসাইনঃ দীর্ঘ কয়েক বছর পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন হচ্ছে রাত পোহালেই। এ সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সমন্নয়ক আলহাজ্ব এম এ হান্নান। আগামীকাল ২৬ আগস্ট শনিবার কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজারস্থ শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ অনুষ্ঠিত হবে। সরজমিনে গিয়ে দেখি যায়, আশেক আলী স্কুল এন্ড কলেজের ফটকেই তৈরি করা হচ্ছে গেইট। আসপাশের গাছে উপজেলা ও পৌর যুবদলের প্রার্থীরা নিজেদের প্রার্থী ঘোষণা দিয়ে ফেস্টুন লাগাচ্ছেন। তবে উপজেলা ও পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কতজন প্রার্থী হয়েছেন তা জানা যায়নি। আগামীকাল শনিবার সকালে এ সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় যার মতো প্রার্থীতা ঘোষণা করবেন বলে জানা যায়।