আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৫
স্কুলে স্কুলে মানবপাচার বিরোধী প্রচারণা করেছে অনির্বাণ। আজ সকালে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগরাবাজার নই মিয়া দাখিল কুরআন মাদ্রাসায় মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরন ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা করেন অনির্বাণ সারভাইভার ভয়েস সিলেট জেলার প্রতিনিধিরা।
অনির্বাণ এর প্রতিনিধি আল আমিন বলেন আমরা বিদেশ গিয়ে প্রতারণা শিকার হয়ে দেশে ফিরেছি এরপর থেকে প্রতিজ্ঞা করেছি যেন আমাদের মত আর কেউ প্রতারণা না হয়। তিনি আরও বলেন স্কুলের এই শিক্ষার্থীরা ভবিষ্যতে বিদেশ পাড়ি জমাতে পারেন তাই এখন থেকেই তাদের মাঝে মানবপাচারের ঝুঁকি, বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধরনা দেওয়া হচ্ছে যাতে করে বন্ধ হয় মানবপাচার ও বাল্যবিবহ। আল আমিন বলেন আমরা সিলেট জেলার বিভিন্ন এলাকাতে এমন প্রচারণা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল আমিন শুধু একা নয় তার মতন আরও ১১ জন সারভাইভার নিজ কাঁধে তুলে নিয়েছেন এমন মানবপাচার বিরোধী প্রচারণার দায়িত্ব। তারা আশা করেন একদিন বন্ধ হবে মানবপাচারের মত ঘৃণ্য অপরাধ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |