আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০০
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘ বিডি দিনকাল’ চট্টগ্রাম : পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৩০ আগস্ট দুপুর পৌনে এক টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির পুলিশ সুপার’ সার্বিক তত্ত্বাবধানে পুলিশ এক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৪৮ হাজার ৪ শতো টাকার অবৈধ ওইসব জিনিস জব্দ করে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার’র কার্যালয় এর ডিএসবি (আইসিটি শাখা)’য় দায়িত্ব রত: মোঃ ওয়াছি উদ্দিন নিশান উপরোক্ত তথ্যাবলীর বিষয়ে নিশ্চিত করে জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর সার্বিক তত্বাবধান ও দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সামসুজ্জামানের নের্তৃত্বে জেলা গোয়েন্দা শাখার এস,আই (নি.) মোহাম্মদ আশিকুর রহমান, এস,আই (নি.) উক্যমং রাখাইন, এস,আই (নি.) নিক্সন চৌধুরী এবং অপরাপর পুলিশ সদস্যদের অভিযানে পূর্ব শান্তিপুরস্থ সাধন মাস্টারের ভাড়া বাসা থেকে চোরাই পথে নিয়ে আসা সর্বমোট ১৪টি কার্টুনের মধ্যে ৯২৫ কার্টুন বিদেশি সিগারেট BENSON & HEDGES, MADE IN LONDON , ১৯৭ কার্টুন ORIS সিগারেট, MOND Strawberry ৯২৮ কার্টুন, MOND green apple ৫১০ কার্টুন জব্দ করা হয়। আটককৃত আসামিরা হলেন, দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের থানা পাড়ার হরেন্দ্র লাল দেবের পুত্র সরন দেব (৪২) ও খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়ার ফুল মিয়ার পুত্র মোঃ রাজু (২৩) ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |