আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৩
বিডি দিনকাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী-তে প্রথম “ফুটবল টুর্নামেন্ট” আজ ২ সেপ্টেম্বর শনিবার বেলা ৩ টায় রাজধানীর খিলক্ষেত নামাপাড়া মালেক মাতাব্বর রোড কর্নকড লেকসিটি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে ।
জাতীয়তাবাদী ক্রীড়াদল এর উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে । এই খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে ।
ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন , এই ধরণের আয়োজন নিত্যন্তই একটি ভালো উদ্যোগ । আগামীতে এই ধরণের আয়োজন যেন অব্যাহত থাকে তার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবো ।
তিনি আরও জানান এই খেলায় বাংলাদেশের ফুটবল অঙ্গনের সাবেক ও বর্তমান অনেক পরিচিত ফুটবলাররা উপস্থিত থাকবেন । এই ধরণের আয়োজনকে গুরুত্ব দিয়েই দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজন করেছে ।
এদিকে চারটি দল খেলায় অংশগ্রহণ করছে । আজেই উদ্ভোদনী খেলায় অংশগ্রন করছে নরসিংদী জেলা ও খুলনা জেলা । দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করছে রাজধানীর মিরপুর সোনালী অতীত ও ঢাকা জেলা । দুই খেলা সম্পূর্ণ হওয়ার পরেই দুইদলের বিজিত দল ফাইনাল খেলা খেলবে ।
ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়ে ফুটবল টুর্নামেন্ট শুরুর পূর্বে জার্সি বিতরণ করছেন বিএনপি’র নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব , জাতীয় ফুটবল দলের অধিনায়ক জনাব আমিনুল হক।
এতে প্রধান অতিথি থাকছেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া আরো থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ,বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান ,এবং ঢাকা মোঃআনোগোর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএনপি ঢাকা মহানগর উত্তর এর এক নম্বর সদস্য ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য তাবিথ আউয়াল ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |