আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৪
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :
মালয়েশিয়া সরকারের ঘোষিত বৈধকরন প্রক্রিয়ায় কোন ধরনের এজেন্ট বা ভেন্ডর নিয়োগ দেয়া হয়নি। তাই প্রবাসীদের কারো সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। শনিবার শ্রমিকদের সচেতনতায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন তাদের নিজস্ব ফেইসবুক পেইজে সচেতনমুলক এ পোস্ট দেয়।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয় কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও এগ্রিকালচার সেক্টরে বৈধ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। ১৬ই নভেম্বর ২০২০ থেকে শুরু করে ৩০ জুন ২০২১ পর্যন্ত চলবে বৈধকরন এ প্রক্রিয়া। নিয়োগকর্তা বা কোম্পানি সরাসরি এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা নিজে নিজে ইমিগ্রেশনে গিয়েও বৈধ হওয়া যাবে না বলে জানায় হাইকমিশন।
ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে আরো উল্লেখ করা হয়, শুধুমাত্র নিয়োগকর্তা বা কোম্পানি অবৈধ কর্মীদের নামসহ rekalibrasi@imi.gov.my এই মেইলে সরাসরি ইমিগ্রেশনে আবেদন করতে পারবে।
বৈধকরন এ প্রক্রিয়ার সুযোগ কাজে লাগিয়ে সবাইকে বৈধ হওয়ার জন্য এবং কারো সঙ্গে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেয়া হয় হাইকমিশনের পক্ষ থেকে।
উল্লেখ্য বৈধতার খবর প্রকাশ হওয়ার পর থেকেই একশ্রেনীর অসাধু ব্যাক্তি বৈধ করে দেয়ার চমকপদ বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনায় লিপ্ত হয়েছে। মুলত এসব প্রতারকদের প্রতারনার ফাঁদে পা না দিতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে এ ধরনের সচেতনতামুলক পোস্ট দেয়া হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |