আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৯
রুহুল আমিন খাঁন স্বপন, ফরিদগঞ্জ: ফরিদগঞ্জ উপজেলাধীন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান তিনি। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহম্মদ রাজন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে নতুন সাজে সজ্জিত চেয়ারম্যানের দপ্তরের ফিতা কেটে উদ্বোধন করা হয়। একই সাথে ইউনিয়ন পরিষদের সকল অবকাঠামো ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা শেষে চেয়ারম্যান,সচিবসহ স্ব-স্ব দপ্তরের সকলের কাজে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তারেক হোসেন, ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় ইউপি সচিব মো. সিদ্দিক মীর, ইউপি সদস্য মো. আব্দুল খালেক, মো. মাইন উদ্দিন পাটওয়ারী, মো. শরীফ হোসেন, মমিনুল ইসলাম, এমরান হোসেন তালুকদার, মো. কামাল হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সেলিম জিতু, সংরক্ষিত সদস্য রাশিদা বেগম, জাহানারা বেগম, শাহানারা বেগম, হিসেব-সহকারী মো. মাহফুজুর রহমান, উদ্যোক্তা আবদুল কাদির লিটন, সাইফুল ইসলাম রকি প্রমুখ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |