আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৩
মনির হোসেন জীবন / শফিকুল ইসলাম – রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ১০ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মনিরকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেফতারকৃত আসামীর নাম মানির হোসেন ওরফে মনির (৪৫)। সে বরিশাল জেলার বাবুগঞ্জ মৃত নাজেম আলীর ফকির পুত্র। ঘটনার পর থেকে দীর্ঘ ১৪ বছর পলাতক ছিল মনির।
আজ বুধবার সন্ধ্যায় র্যাব-২ এর এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল র্যাব-১১ এর সহায়তায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মানির হোসেন ওরফে মনির (৪৫)কে আটক করতে সক্ষম হয়।
ঘটনার বিবরন ও মামলা সূত্র উল্লেখ করে
র্যাবের এ কর্মকর্তা জানান, বিগত ২০০৯ সালের ৪ জুন তারিখে বরিশাল নগরীর বাবুগঞ্জ থানা এলাকায় ১০ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার সময় মোঃ মানির হোসেন (৪৫) ও তার কয়েকজন সহযোগী মিলে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে বরিশাল নগরীর একটি বাসায় রেখে গ্রেফতারকৃত আসামি ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এর পরদিন ভিকটিমকে নিয়ে মনির ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় যায়। এ সময় মেয়েটির বাবাকে দেখে মনির পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি অপহরণ ও ধর্ষণ (নারী ও শিশু নির্যাতন) দমন আইন মামলা
দায়ের করে। মামলা দায়ের করার পর থেকে আসামী মনির পলাতক ছিল।
র্যাব সূত্র আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ মানির হোসেনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) আসামীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড এবং অপহরণের দায়ে ১৪ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
র্যাব বলছে, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির ঘটনার পর থেকে দীর্ঘ ১৪ বছর পলাতক থেকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল বলে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |