আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাটঃ—জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল ট‚র্ণামেন্ট ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এই ট‚র্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এবং পায়ে বল মেরে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়‚ন কবীর। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু প্রমুখ। ট‚র্ণামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক ও ট‚র্ণামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ জানান, জেলার ৩২টি ইউনিয়ন ও ৫ টি পৌরসভা সমন্বয়ে ৩৭ টি দল অংশ নিয়েছে। প্রথম দিনের খেলায় পাঁচবিবি পৌরসভা ও ভাদসা ইউপির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ভাদসা ইউনিয়ন একাদশ ২-০ গোলে পাঁচবিবি পৌরসভা একাদশ কে হারায়। খেলায় দুটি গোলই করেন ভাদসার স্ট্রাইকার তসলিম।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |