- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুরে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শরীয়তপুরে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৩) সকালে শরীয়তপুর জেলা মহিলা দলের উদ্যোগে শহরের ধানুকা এলাকায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনার সভাপতিত্বে ও নড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম রাহুল, সেলিম বেপারী, মহিলা দল নেত্রী শিরিন মাহমুদ, নুরজাহান, জিয়াসমিন জারা, লিপি আক্তার, আখি, স্বর্ণা, রিংকু, রিতা দাস, রুমা দাস, সুমী, মিনারা, টুনি, রহিমা, পলি, রেনু, চম্পা, আসমা, রিয়া সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃত্ব।
এসময় বক্তারা বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি জানান।
Please follow and like us:
20 20