আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:০৬
রুহুল আমিন খাঁন স্বপন; ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে আম গাছ থেকে সৌরভ হোসেন কাকন (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ সুবিদপুর গ্রামের কাড়ি বাড়ীর পাশের বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত সৌরভ হোসেন রবিউল পার্শবর্তি ভোটাল গ্রামের অলি আহমেদ’র ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, সৌরভ হোসেন কাকন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ বাড়ীতে ঘুমিয়ে পড়ে। রাত ১২ টার সময় সে বাড়ি থেকে বাহিরে যায়। রাতে আর বাড়িতে ফিরে আসে নি সে। সকালে জানতে পারে পার্শ্ববর্তি গ্রামের কাড়ি বাড়ীর পাশে বাগানের আম গাছে ফাঁস দেওয়াবস্থায় তাঁর মরদেহ ঝুলে আছে।
স্থানীয় গৃহবধু রুবি আক্তার জানান, আমি সকালে জ্বালানীর জন্য গাছের পুরাতন ঢাল সংগ্রহ করতে যাই। পরে আম গাছের সাথে মানুষের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেই। এরপর আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, ঘটনাস্থল থেকে সৌরভ হোসেন কাকন’র মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |