আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪১
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুরে আন্দি এলাকার তারা মিয়ার ছেলে মাইন উদ্দিন(৩৮) এর বিরুদ্ধে এক অসহায় মহিলা দেবলচালা এলাকার বাদশা মিয়ার স্ত্রী মোসাঃ জবেদা(৫০)কে মিথ্যা মামলায় হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়,বাদশা মিয়ার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হওয়ায় তার স্ত্রী জবেদা সামাজিক বনায়নের অংশীদার হিসাবে বাগানের গাছ মাইন উদ্দিনের নিকট এক লাখ ৫২ হাজার টাকা বিক্রি করেন। এর কয়েকদিন পর কুচক্রী,প্রতারক মাইন উদ্দিন অংশীদারের টাকা জবেদার নামে আসবে বলে তার নিকট থেকে অগ্রনী ব্যাংক সখিপুর শাখার জবেদার একাউন্টের চেক বই থেকে দস্তখতসহ ফাঁকা দুইটি চেকের পাতা কৌশলে হাতিয়ে নেয়। এরপর একটি চেকের পাতায় ১০লাখ টাকা লিখে ব্যাংক থেকে ডিজঅনার করায় এবং দশ লাখ টাকার দাবিতে মাইন উদ্দিন বাদী হয়ে জবেদাকে আসামী করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখিপুর আমলী আদালত,টাঙ্গাইল-এ একটি মিথ্যা মামলা দায়ের করে। সি.আর মামলা নং১৬৭/২০২৩সন। এ মামলায় জবেদা জেলহাজতেও ছিল। এ বিষয়ে কয়েকবার শালিসী বৈঠকে মাইনউদ্দিন সহ স্থানীয় মাতাব্বরগন গাছের প্লট বিক্রয় ছাড়া জবেদার সাথে মাইনউদ্দিনের অন্য কোনপ্রকার টাকা পয়সার লেনদেন হয়নি বলে জানান। শালিসী বৈঠকে থাকা স্থানীয় জাহাঙ্গীর বলেন,মাইনউদ্দিন প্লটের গাছ ক্রয় করার জন্য জবেদাকে ১লাখ ৫২হাজার টাকা দিয়েছে এবং পরবর্তীতে লেখা ছাড়া দস্তখতসহ চেকের দুইটি পাতা নিয়েছে। এখন মিথ্যা মামলায় অসহায়,নিরীহ বৃদ্ধ জবেদাকে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে মাইন উদ্দিন বলেন,মিথ্যা মামলাটি প্রত্যাহার করবো।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |