আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৮
বিডি দিনকাল ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টেলিভিশনের সিনিয়র ক্যামরাপার্সন মো. উজ্জ্বল হোসেনের পিতা, বাংলাদেশ টেলিভিশন-বিটিভি’র পাম্প অপারেটর মো. হোসেন আলী ৫৭ বছর বয়সে গতকাল ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় মহাখালী কলেরা হাসপাতালে ( আইসিডিডিআরবি) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি সহধর্মিনী, ২ ছেলে ও ২ মেয়ে সহ আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সদা সদালাপী মরহুম মো. হোসেন আলী পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের কাছে ছিলেন একজন অত্যন্ত পছন্দের এবং প্রিয় ব্যক্তি।
বিএনপির চেয়ারপারসন এর মিডিয়া উইংসের অন্যতম সদস্য সামসুদ্দিন দিদার মরহুম মো. হোসেন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ।সেই সাথে মরহুমের শোকার্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন । মো. হোসেন আলীর অকাল প্রয়াণে তাঁর পরিবারের অপূরণীয় ক্ষতি ও শোক সইবার তৌফিক দিন।
উল্লেখ্য, মৃত্যুর প্রায় তিন মাস আগে চিকিৎসকরা মো. হোসেন আলীর শরীরে মরণব্যাধি ক্যান্সারের অস্তিত্ব খুঁজে পান। সেই থেকেই তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মরহুমের পরিবার।
নামাজে জানাযা:মরহুম মো. হোসেন আলীর ১ম নামাজে জানাযা আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহষ্পতিবার ভোরে ফযরের নামাজের পর মরহুমের বাসার পাশে পূর্ব উলন জামে মসজিদে এবং সকাল ১০ টায় বাংলাদেশ টেলিভিশন-বিটিভি প্রাঙ্গণে ২য় নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্তানে দাফন করা হয় ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |