আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৭
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের প্রথম পৌরসভা বারইয়ারহাট পৌরসভা এলাকার মধ্যে থাকা কলেজ ও স্কুল ছাত্রীদের লজ্জায় পড়ে চলাচল করে যেতে একটি সড়ক বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে। সামান্য একটু বৃষ্টি হলেই উক্ত সড়কটি কাঁদাপানিতে একাকার হয়ে পড়ে। ফলে, এখান দিয়ে চলাচলরত: সাধারণ মানুষ ছাড়া ও স্থানীয় ডিগ্রি কলেজ ও বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের লজ্জায় মাথা নত করে হাঁটাচলা করা ছাড়া কোনো গত্যন্তর থাকছে না।
অন্যান্য সময়ের কথা বাদ দিলে ও প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রাপ্ত সংবাদে জানা গেলো- বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন টার দিকে সামান্য বৃষ্টি হওয়ার পর পরই সড়কটিতে পানি জমে একাকার হয়ে যাওয়ায় হাঁটাচলা দুরহ হয়ে উঠে!
সাধারণ পথচারীদের কথা আপাত:দৃষ্টিতে বাদ রাখলে ও এখান দিয়ে চলাচলরত: বারইয়ারহাট ডিগ্রি কলেজ ও বালিকা বিদ্যালয়ের শতো শতো ছাত্র-ছাত্রী লজ্জা জনক অবস্থার সম্মুখীন হতে হয়। এ অবস্থা প্রতিনিয়তই! তথাপি, পৌরসভার সংশ্লিষ্ট দায়িত্ব রত:দের ঘুম ভাঙছে না!!
সুত্র জানায়, স্থানীয় পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন মাঝে মধ্যে নিজেই পৌর বাজারে অপর কল্পিত ভাবে গড়ে তোলা ফুটপাতের বিভিন্ন ঝুপড়ি দোকান গুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোকান গুলো সরিয়ে দিয়ে বাজারের সৌন্দর্য রক্ষা এবং সড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা দুর করার পদক্ষেপ নিয়ে এগিয়ে থাকেন। কিন্তু, দু’চারদিন পর ফের বহাল তবিয়তে থেকে উক্ত দোকানীরা তাদের সেই অবৈধ ব্যবসা পরিচালনা করে থাকতে দেখে সাধারণ জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়। মেয়রের এমন প্রশংসনীয় কর্মের ওপর অন্য কোন্ শক্তিধর হাতের ছোঁয়া পেয়ে অবৈধ সেই ঝুপড়ি দোকান গুলো গদ খদ করে কি ভাবে আবার উঠে যায়? যাই হোক ্ তার পর ও মেয়র রেজাউল করিম খোকন তার সেই রকম কর্মের ফিরিস্তি স্বরূপ তড়িৎ গতিতে বিশ্বরোড থেকে বালিকা বিদ্যালয়/রেল লাইন পর্যন্ত সামান্য দুরত্বের সড়কটির দ্রুত পানি নিষ্কাশিত হওয়ার ব্যবস্থা করে দিয়ে সাধারণ পথচারীদের দুর্ভোগ লাঘবে সহায়কের ভূমিকা রাখতে এগিয়ে আসবেন। এ ছাড়া- শতো শতো কলেজ ও স্কুল ছাত্রীদের পথ চলায় লজ্জা জনক তার পরিস্থিতি থেকে উদ্ধার করবেন সে আশা স্থানীয় সর্ব মহলের।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |