আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০৩
টাঙ্গাইল প্রতিনিধি :-টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের হতেয়া পশ্চিম পাড়ার সহোদর দুই ভাই বাবুল (৪৫) ও কামরুল (৪০)।এদের মধ্যে বড় ভাই বাবুলের তৃতীয় শ্রেণী পড়ুয়া ৯ বছর বয়সী মেয়ে ঝুমা এবং ছোট ভাই কামরুলের মেয়ে ১১ বছর বয়সী মীম। ঝুমা ও মীম দু’জনেই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।১৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আনুমানিক ২ টার সময় ওরা দুইজন বাড়ি থেকে বেরিয়ে যায়।কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করলেও বাড়ির লোকজন ওদের দু’জনের কাউকে কোথাও খুঁজে পান না।একপর্যায়ে এ বাড়ি ও বাড়ি খুঁজতে থাকে ঝুমা ও মীমের বাবা-মা সহ আত্নীয় স্বজনেরা।সময় যতই গড়িয়ে যায় ততই সবার সন্দেহ সংশয় ও আতংক বাড়তে থাকে,এলাকার কেউ কেউ বুদ্ধি করে মসজিদের মাইকে ঝুমা ও মীমের নিখোঁজ সংবাদটি প্রচার করেন।খুব দ্রুত সময়ের মধ্যেই ওদের নিখোঁজ সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়ে।তন্নতন্ন করে এলাকার সাধারণ মানুষও খুঁজ নিতে থাকেন এদিক সেদিক।এক পর্যায়ে রাত ১০ টার দিকে নিখোঁজ মেয়ে শিশু দুজনের বাড়ির একটু পিছনেই থাকা দুইটি জোর পুকুর,একটির পাশাপাশি আরেকটি উত্তর ও দক্ষিণে দুইটি জোর পুকুরের উত্তর পাশের পুকুরটিতে খুঁজতে গেলে হঠাৎই এদের একজনের মৃতদেহ ভেসে থাকতে দেখতে পান প্রতিবেশীদের কয়েকজন।দ্রুত ডাকাডাকি কান্নাকাটি করতে করতে পুকুরে ভেসে থাকা একজনের লাশ প্রতিবেশী স্বজনেরা উপরে তুলে ফেলেন।কিন্তু আরেকজনকে তখনও খুঁজে পাওয়া যাচ্ছিলো না।আবার শুরু হয় পুকুরের চারিদিকে খুঁজাখুঁজি।কিছুক্ষণ পরে কেউ একজন বুদ্ধি করে একটি মাছ ধরার ঝাঁকি জাল এনে তা সারা পুকুরের চারিদিকে ফেলতে থাকেন।একপর্যায়ে হঠাৎ মাছ ধরার জালে পুকুরে ডুবে থাকা আরেকটি মেয়ের লাশ উঠে আসে।বিষয়টি আপাতত স্থানীয়রা ও মেয়ে দু’টির পরিবার পানিতে ডুবে মৃত্যু হিসেবেই মেনে নিয়েছেন। কিন্তু এ দু’জন শিশু মেয়ের মৃত্যুটি নিতান্তই পুকুরে ডুবে মৃত্যু মনে করতে পারছেন না সচেতন মহলের কেউ কেউ।কারণ মেয়ে দু’জন একদম ছোট শিশু নয়,গ্রামের এমন বয়সী ছেলেমেয়েরা সাধারণত এরকম ছোট খাটো পুকুর সাঁতরে গোসল করতেই বেশিরভাগ অভ্যস্ত।কিন্তু মেয়ে দু’টির পিতামাতা একদম গ্রামের সহজ সরল কৃষক।এরা আইনগত ঝামেলায় যেতে নারাজ।এদের ধারণা ও বিশ্বাস মেয়ে দু’টি মাছ ধরতে গিয়েই হয়তোবা পুকুরে ডুবে মৃত্যু বরণ করেছে।
এ বিষয়ে মৃত মেয়ে দু’জনের বাবা সহোদর দুই ভাই যথাক্রমে বাবুল ও কামরুল বলেন,আমাদের তেমন কোনো শত্রু নেই, যারা আমাদের মেয়েদের হত্যা করতে পারে।ওরা হয়তোবা মাছ ধরতে পুকুরে ডুবেই মৃত্যু বরণ করেছে,এ বিষয়ে আমাদের কারও প্রতি কোন অভিযোগ নেই।আমরা আগামীকাল ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় আমাদের মৃত দুই মেয়েদের জানাজা নামাজ পড়ে যথারীতি ধর্মীয় নিয়মেই ওদের মৃতদেহের দাফনকাজ সম্পন্ন করতে চাই। সখিপুর থানার ওসি রেজাউল করিম বলেন,অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |