আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৭
এম, কাশেম, চট্টগ্রাম থেকে : মীরসরাইয়ে বখাটেদের হুমকিতে ভয়ে ৪ মাস বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিল এক কিশোরী (১৩)। গত বৃহস্পতিবার থানা পুলিশ তাকে বিদ্যালয়ে যাওয়ার আশ্বাস দেয়। কিন্তু বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটেরা এবার ওই কিশোরী ও তার মাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জড়িত ৪ বখাটেকে গত রোববার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গজারিয়া এলাকার এতিমউল্লাহ হাজী বাড়ির মোশাররফ হোসেনের ছেলে এমরান হোসেন বাদশা (২০), একই এলাকার মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির মো. দুধু মিয়ার ছেলে মো. শামছুদ্দিন (২০) ও এতিমউল্লাহ হাজী বাড়ির মো. ওমর ফারুকের ছেলে মো. সবুজ (২৩)। জানা যায়, গত ১১ মে এমরান হোসেন বাদশা ও মো. সবুজ ওই কিশোরীকে উত্ত্যক্ত করে। এই ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জামিনে ফিরে এসে অভিযুক্তরা ওই কিশোরীকে হুমকি দেয়। এরপর ৪ মাস ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় কিশোরী। এ বিষয়ে তার পরিবার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে আবারও স্কুলে যাওয়ার পরামর্শ দেয়। পুলিশের আশ্বাসে সে মায়ের সাথে স্কুলে গেলে বখাটেরা তাদের হত্যার হুমকি দেয় বলে অভিযোগ কিশোরীর পরিবারের। মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আকলিমা আক্তার তার মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ৫ জন বখাটে তার পথরোধ করে। তার মেয়েকে হুমকি দেয়ার বিষয়ে থানায় কেনো অভিযোগ করা হয়েছে এই ধরনের জেরা করতে থাকে। ঘটনাটি জানার সাথে সাথে থানার পুলিশের টিমসহ স্থানীয় মেম্বারের সহযোগিতায় ৪ বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত উক্ত ৪ বখাটের মধ্যে ৩ জন- ই ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মী।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |