আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৪৩
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদানকে আটক করেছিল সেখানকার নিরাপত্তা রক্ষীরা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রায়িসি সাধারণ অধিবেশনে তার বক্তব্য শুরু করলে প্রতিবাদস্বরূপ ওই হল থেকে বেরিয়ে যান গিলাদ এরদান। কিন্তু এরপরই তাকে আটক করে জাতিসংঘের নিরাপত্তা রক্ষীরা। যদিও তাকে কিছুক্ষণ পরেই আবার ছেড়ে দেয়া হয়।
ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছিল তা এখনও জানা যায়নি। বিষয়টি জানতে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছিল ফক্স নিউজ। তবে সেখান থেকে কিছু জানতে পারেনি তারা। ইসরাইলি রাষ্ট্রদূত অবশ্য জানিয়েছেন, তাকে ‘অগ্রহণযোগ্য বর্বরতার’ সঙ্গে আটক করা হয়েছিল।
রায়িসির বক্তব্যের প্রতিবাদে হল থেকে বেরিয়ে আসার পূর্বে গিলাদ এরদান তার হাতে মাহসা আমিনির একটি ছবি তুলে ধরেছিলেন। গত বছর হিজাব না পরার অপরাধে আমিনিকে গ্রেপ্তার করেছিল ইরানের পুলিশ। পরবর্তীতে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়।
অভিযোগ উঠে যে, পুলিশের নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কয়েক মাস ধরে বিক্ষোভ চলেছিল। সেই আমিনির ছবি দেখিয়েই সাধারণ অধিবেশন ত্যাগ করেন ইসরাইলি রাষ্ট্রদূত। ওই ছবির নিচে লেখা ছিল, ইরানের নারীরা স্বাধীনতা ডিজার্ভ করে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |