আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২১
স্টাফ রিপোর্টার :- পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে উন্নয়ন প্রচারণা সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার অনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, উপেজলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হালিমা বেগম, পৌর ৪ নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টারসহ কাউন্সিলর ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ক্যাশিয়ার গিয়াস উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে উন্নয়ন করছে, তা দেখে অভিভূত হবেন। পৌরসভায় কোটি কোটি টাকার কাজ দৃশ্যমান হচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সবাই এখন খুব সহজে পাচ্ছেন। এজন আমার অনুরোধ এই সুযোগ-সুবিধার জন্য আবার নৌকা মার্কায় ভোট দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সরকারি কর্মকর্তা হিসেবে নৌকায় ভোট চাইতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন বলেন, ‘আমাদের মেয়র অনুষ্ঠানে দুই কথা বলতে বলেছেন, তাই বলেছি। আমি সরকারের উন্নয়নের কথা তুলে ধরেছি। আমার নৌকা মার্কায় ভোট চাওয়া ঠিক হয়নি। কিন্তু মেয়র বলেছেন কিছু বলতে তাই বলেছি।’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |