বিডি দিনকাল ডেস্ক: বিএনপির চেয়ারপারসন , সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনায় গতকাল ২২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩ টায় নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলায় বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে ।
দোয়ায় অংশ নিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও সাবেক কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুইয়া দুলালসহ স্হানীয় নেতৃবৃন্দ ।
এদিকে গতকাল সারাদেশে মহানগর জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিশেষ দোয়া আয়োজন করা বিএনপি ।
দোয়া অনুষ্ঠানে বেগম খালেদার রোগমুক্তি কামনা এবং দেশ ও জনগণের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।উপজেলা পর্যায়ে অনেক বড় আয়োজন ছিল এই দোয়ার আয়োজন ।
উল্লেখ্য দীর্ঘ দেড় মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থার তেমন কোনো উন্নতি নেই। দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়ায় গত এক সপ্তাহে দুবার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করতে হয়েছে। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেড় মাস চিকিৎসার পরও অবস্থার উন্নতি হচ্ছে না।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |