আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৪
মনির হোসেন জীবন- রাজধানী মিরপুরের কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান আরিফসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, গ্যাং প্রধান মোঃ আরিফ মিয়া (২৩), তার তিন সহযোগী হৃদয় (২০), মোঃ আলম (১৯), এবং মোঃ রমজান (১৯)।
আজ সোমবার সকালে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রোববার রাতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান মোঃ আরিফ মিয়া (২৩), তার তিন সহযোগী হৃদয় (২০), মোঃ আলম (১৯), এবং মোঃ রমজান (১৯)সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩ টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত দলনেতা আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। তার দলের নাম তোমাদের আরিফ ভাইয়া। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। তার গ্রুপে ১০/১২ জন সদস্য রয়েছে। তারা ম্যাসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে। গ্রুপের কোন সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করে। আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেছেন।
ওসি মোহাম্মদ মহসীন জানান, গতকাল রোববার রাতে তারা ছুরি ও ধারালো চাকুসহ দলবল নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিলেন। তখন গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার জার্মান ট্যাকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |