আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩১
বিডি দিনকাল ডেস্ক: সরকার দেশকে ‘হীরক রাজার দেশে’ পরিণত করেছে অভিযোগ নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন মির্জা আব্বাস।
মঙ্গলবার সকালে জেলার বাস টার্মিনাল প্রাঙ্গনে রোড মার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সরকার হটাতে নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্ততি নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘কারো রাজত্ব কায়েম করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব,বাক স্বাধীনতা, ভোট দেয়ার অধিকার এসবের জন্য।কিন্তু কোনো রাজা-রানীর রাজত্বের জন্যে না। হীরক দেশে পরিণত করার জন্য না।”
‘‘দেশকে আজকে হীরক রাজার দেশের পরিণত করছে। কিন্তু ভাই একটা কথা আছে হীরক রাজার সর্বশেষ পরিণতিটা কি? দড়ি ধরে মরো টান, রাজা হবে খান খান। এই দড়ি ধরে টান মারার সময় এসে গেছে। আপনারা ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন। ইনশাল্লাহ আমরা দড়ি ধরে টান মারব। এই হীরক রাজা আর থাকবে না।”
দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দেয়া হয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘‘ একদিকে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপী ও অর্থ পাচার করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে এই সরকার।”
‘‘ অন্যদিকে আমরা যারা প্রতিবাদ করি, আমরা যারা প্রতিবাদী আমাদেরকে পুলিশ গ্রেফতার করে, বাঘের মু্খে দিয়ে দেয় আর বাঘ আমাদের খেয়ে ফেলে অর্থাত পুলিশ গ্রেফতার করে, কোর্টে পাঠায় আর কোর্ট আমাদেরকে জেল দিয়ে দেয়। একটা স্বাধীন দেশ…এই অবস্থা আর চলতে পারে না।”
দেশের ঋণ খেলাপীর চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘‘ বাংলাদেশে ঋণ খেলাপী ছিলো ২১ হাজার কোটি টাকা। আর আজকে ঋণ খেলাপী টাকার পরিমান এক‘শ ৯ হাজার কোটি টাকা। এই টাকা আপনার টাকা, আমার টাকা, আমাদের ট্যাক্সের টাকা, জনগনের টাকা। এই টাকা কোথায় গেলো জনগন জানতে চায়, এই টাকা গেলো কোথায়. এই টাকা কে খাইল?”
‘‘ আমরা দেখেপি পিকে হালদার ভারতে আছে … ৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে। আমরা জানি, আরো অনেকে আছে বলা যাবে না বিভিন্ন কারণে… তবে যখন সময় আসবে সমস্ত নাম প্রকাশ হয়ে যাবে।”
এভারকেয়ার হাসপাতালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় সংকটাপন্ন অবস্থার কথাও বলেন মির্জা আব্বাস।
সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে বেলা ১১টা ৪৫ মিনিটে ঝিনাইদহ থেকে এই রোড মার্চ শুরু হয়। মাগুরা, যশোর হয়ে খুলনায় গিয়ে এই রোড মার্চ শেষ হবে।
বিএনপি ছয় বিভাগের যে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে এটি তার তৃতীয়। গত ২১ মার্চ কিশোরগঞ্জ থেকে সিলেট ও ২৩ মার্চ বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোড মার্চ হয়।
ঝিনাইদহের জেলা সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনার সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি, কেন্দ্রীয় নেতা অনিন্দ্র ইসলাম অমিত, সোহরাব উদ্দিন, আজিজুল বারী হেলাল, রফিকুল ইসলাম বকুল, আসাদুজ্জামান আসাদ, জয়ন্ত কুমার কুন্ড যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, ছাত্র দলের সভাপতি রাশেদ ইকবাল খান প্র্রমূখ বক্তব্য রাখেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |