আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০৩
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বর্তমান সময়তে জাতীয় নির্বাচন সহ অন্যান্য স্থানীয় নির্বাচন গুলো যেখানে প্রশ্নবিদ্ধ সেখানে আগামী কাল ২৮ অক্টোবর ( বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য উত্তর চট্টগ্রামের মীরসরাই-বারইয়ারহাট পিক-আপ চালক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন একটি মাইলফলক হতে যাচ্ছে।
সূত্র জানায়, উক্ত মীরসরাই- বারইয়ারহাট পিক-আপ চালক বহুমুখী সমবায় সমিতি’র এ নির্বাচন নিয়ে সাধারণ ভোটার (পিক-আপ চালক) দের মাঝে আনন্দ-উৎসাহের কমতি নেই। স্বাধীনচেতা ভাবে গত প্রায় এক মাসের ও বেশী সময়কাল ধরে বিভিন্ন ভাবে নির্বাচনী কৌশলী পন্থায় প্রচার-প্রচারনা গতরাতে শেষ করে আগামী কাল নির্বাচনের দিনক্ষণে বিজয়ের হাসি হাসার অপেক্ষায় প্রহর গুনছে প্রার্থীরা। এতে তাদের সমর্থনকৃত ভোটাররা ও পিছিয়ে নেই। এ নির্বাচনে সাধারণ মানুষের মাঝে ও দেখার আগ্রহ যেনো উপজেলা পড়ছে ভীঁড়-ভীঁড়ান্তি।
জাতীয় নির্বাচন সহ স্থানীয় অন্যান্য নির্বাচন গুলোতে বর্তমান সময়তে ভোটাররা ভোট দিতে না পেরে হতাশ হলে ও উক্ত নির্বাচনী আমেজ দেখে অন্যান্যদের মাঝে পূলকিত ভাব দেখা দিয়েছে।
উক্ত মীরসরাই-বারইয়ারহাট পিক-আপ চালক বহুমুখী সমবায় সমিতির কার্যালয় যেহেতু বারইয়ারহাট পৌর বাজারেই অবস্থিত সুতরাং, এখানে নির্বাচনের আমেজী ভীঁড় একটু বেশি-ই পরিলক্ষিত হওয়ার কথা মোতাবেক দেখা ও যাচ্ছে তা। সমগ্র বারইয়ারহাট পৌরসভা বাজার বিভিন্ন প্রার্থীর সাঁটানো রঙ-বেরঙের পোস্টার এবং ব্যানারে ছেয়ে গেছে। যদিও বা এর কার্যালয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (বিশ্বরোড) এর পূর্ব সন্নিকটে। কিন্তু, সব কিছু পরিচালিত হচ্ছে সামান্য দুরত্ব রোড’র পশ্চিম পাশ্বস্থ ‘বিছমিল্লাহ হোটেল’ ও তৎ সংলগ্ন এলাকা থেকে। এ প্রসঙ্গে উক্ত ‘বিছমিল্লাহ্ হোটেল’ এর পরিচালক মোঃ জামাল উদ্দিন জানান, এখানে পিক-আপ চালকদের খাওয়া-দাওয়া সহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হয় বলে সবার উপস্থিতি এখানে থাকে সব সময়। আর সে কারণে এখানে নির্বাচনী জমজমাট ও বলা যেতে পারে।
ভোটার সহ অন্যান্য চালকদের সাথে কথা বলে জানা যায়, এ নির্বাচনে কোনো রাজনৈতিক দল এর প্রভাব তেমন একটা নেই বললে ও চলে। আর তাই দল-মত নীর্বিশেষে ভোটাররা প্রার্থীদের মধ্যে থেকে একজন শান্ত স্বভাবের এবং সবার সাথে মিশুক ও জ্ঞান-গুন সম্বৃদ্ধ একজন কে একটি পদের জন্য নির্বাচিত করবে। ভোটারদের ওইরকম কথার আলোকে একজনের সম্পর্কে ইংগিত পাওয়ায় কথা বলতে এগিয়ে যাওয়া হয় তার কাছে। নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাবু ‘জোটন’ এর কাছে জানতে চাইলে তিনি হাসৌজ্বলচিত্তে বলেন, নের্তৃত্বের বিলাসীতায় নয়, সহযোগী/সহকর্মী-সহযোদ্ধাদের সুখ-দুঃখের সাথী হতে নির্বাচনে প্রার্থী হয়েছি। চালক সহযোদ্ধা, ভাই/বন্ধুরা যদি মনে করেন আমি নির্বাচিত হলে আমার দ্বারায় তাদের উপকার হবে তাহলে অবশ্যই তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই সুযোগ দিবেন। গনতান্ত্রিক পন্থায় নির্বাচন যদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তাহলে তিনি অবশ্যই বিজয়ী হবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |