আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৩
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : আগামী বৃহষ্পতিবার অনুষ্ঠেয় রোডমার্চ সফল করতে গতকাল সোমবার চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ ও পথ সভা সহ নানা: কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো।
এর মধ্যে ‘নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রধান বক্তা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডাঃ শাহাদাত প্রধান অতিথির বক্তব্যে বলেন, অক্টোবর মাস আন্দোলনের মাস এবং গণতন্ত্রের বিজয়ের মাস। গণতন্ত্র সবসময় জয়লাভ করেছে এই মাসে। এই সরকারের ও পতন হবে এবং গণতন্ত্রকামী জনতার বিজয় ও হবে এই মাসে ইনশাল্লাহ। আর রোডমার্চের মধ্য দিয়েই সেটি প্রমাণিত হবে।
এস এম জিলানী বলেন, লড়াইয়ে আমাদের জিততেই হবে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
আবুল হাশেম বক্কর বলেন, চট্টগ্রামের মানুষ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে রোডমার্চ সফল করবে। নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ–সভাপতি ইয়াছিন আলী ও এস এম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বক্তব্য দেন, তোফাজ্জল হোসেন, আসাদুজ্জামান দিদার, শহিদুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, খাইরুল আলম দিপু, সেলিম রেজা, হারুন আল রশীদ, মাইনুদ্দিন রাশেদ, এন আই চৌধুরী মাসুম ও হারুনুর রশিদ।
লিফলেট বিতরণ : গতকাল সন্ধ্যায় নূর আহমদ সড়ক, কাজীবাড়ি, কাজীর দেউড়ির আশেপাশে এলাকায় রোডমার্চের প্রচারপত্র বিতরণ করেন ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্কর।
জাসাস : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, সরকার যদি একটি অবৈধ ভোট চুরির নির্বাচন করতে চাইলে দেশের মানুষ সেটা করতে দেবে না। সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে গিয়েছে।
গতকাল দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে রোডমার্চ সফল করতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাসাসের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাসাস বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়ক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে নগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ–গ্রাম উন্নয়ন বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ। বক্তব্য দেন, আলী আজম চৌধুরী, নাজমা সাঈদ, জসিম উদ্দিন চৌধুরীসহ নেতাকর্মীরা।
সদরঘাট থানা : নগর বিএনপির ইয়াছিন চৌধুরী লিটন বলেন, সরকার দেশের গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে একটা তামাশায় পরিণত করেছে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামীতে সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি গতকাল সোমবার বিকেলে কদমতলী পোড়া মসজিদ সংলগ্ন মাঠে রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষে সদরঘাট থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সদরঘাট থানা বিএনপির সভাপতি মো. সালাউদ্দীনের সভাপতিত্বে ও কাউসার হোসেন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জয়নাল আবেদীন জিয়া, মশিউল আলম স্বপন, মো. আলী, দিদারুল আলম।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |