আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৩
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : আগামী কাল ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোড মার্চ ফেনী হয়ে মীরসরাই তার পর চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট, একে খাঁন মোড়, আকবর শাহ, ফয়েজলেক ও জিইসির মোড় হয়ে নুর আহম্মেদ সড়কস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের পার্শ্বস্থ কাজির দেউরীর মোড়ে সমাবেশের মাধ্যামে শেষ হওয়ার কথা রয়েছে। ওই রোড মার্চ কে স্বাগত জানাতে চট্টগ্রাম বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানা গেলে ও চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে মীরসরাই উপজেলার শেষ প্রান্ত (দক্ষিণ) বড়দারোগার হাট পর্যন্ত এলাকায় শংকা রয়েছে বলে একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে।
সূত্র বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের বাধা-প্রতিবন্ধকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যদি না হয় তাহলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিএনপি’র ওই প্রোগ্রাম শেষ করা যাবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
দলীয় সূত্রের বরাতে উল্লেখ্য যে, গতবার টেকনাফের উখিয়ায় রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নের্তৃত্বাধীন বিএনপি’র রোড মার্চ ফেনী থেকে মীরসরাই উপজেলা অতিক্রম করার সময় উপজেলার বারইয়ারহাট এ সন্ত্রাসীরা ব্যাপক ত্রাশের রাজত্ব কায়েম করেছিলো। তৎ সময়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি সহ বহরের অন্যান্য গাড়ি গুলোতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছিলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সে দিন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িতে এবং তার বহরে থাকা অন্যান্য গাড়ি গুলোর ওপর হামলা না চালিয়ে গাড়ি গুলো পার হয়ে যাওয়ার ব্যাপারে যদি ন্যূনতম: সহযোগীতা অথবা নিরবতা পালন করে যেতে পারতো তাহলে ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের সু’নাম হতো বৈ দুর্নাম রটতো না।
আর সে নিরীখে বলা চলে, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ অপরাপর নের্তৃবৃন্দের নের্তৃত্বাধীন আগামী ৫ অক্টোবর’র রোড মার্চ সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে মীরসরাই অতিক্রম করিয়ে দিতে পারলে ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ সু’নাম’র দাবি রাখতে পারবে।
গত ক’দিন ধরে মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির পক্ষ থেকে ৫ অক্টোবর’র রোড মার্চ সফল করে তোলার লক্ষ্যে প্রস্তুতি সভা করতে গিয়ে বাধা-প্রতিবন্ধকতায় পড়তে হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে। শুধু তাই নয় সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত ও হতে হয়েছে। এমনতর: পরিস্থিতিতে আগামী ৫ অক্টোবর কুমিল্লা-চট্টগ্রাম বিএনপির রোড মার্চ মীরসরাই অতিক্রম করা এবং মীরসরাই সদরে বিএনপির পূর্ব নির্ধারিত পথসভা করতে পারা/ না পারা নিয়ে নানা:জনের মুখ থেকে নানা: কথা শোনা যাচ্ছে।
কারন, হিসেবে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক রোড মার্চ করার কথা ছিলো ৩০ সেপ্টেম্বর। কিন্তু, পরিস্থিতির কারনে তা পিছিয়ে ৩ অক্টোবর নির্ধারণ করেছিলো। কিন্তু, ৪ অক্টোবর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশের নামে মীরসরাই-বারইয়ারহাট বিশ্বরোড এলাকায় সমাবেশ করার কথা ঘোষণা করায় বিএনপির কেন্দ্রীয় কমিটি বিশৃঙ্খলা এড়াতে তা আরো দুই দিন পিছিয়ে ৫ অক্টোবর করেন।
বিএনপির রোড মার্চ’র গাড়ি গুলো যেখান দিয়ে চট্টগ্রাম যাবে এবং চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে ফিরে আসবে সে এলাকায় যদি আরেকটি দল (তাও আবার ক্ষমতাসীন) এর একদিন আগে অথবা একদিন পরে আরেকটি প্রোগ্রাম থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি স্বাভাবিক বলে মনে করছেন অনেকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির রোড মার্চ এর তারিখ ৫ অক্টোবর- ই বহাল রয়েছে। অপর দিকে আওয়ামী লীগ তাদের প্রোগ্রাম করার কথা ঘোষণা দিয়ে ৬ অক্টোবর বহাল রেখেছে। সে মোতাবেক তারা তাদের প্রোগ্রাম এর দুই/তিনদিন দিন আগে থেকেই মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারস্থ বিশ্বরোড এর কোল ঘেঁষা স্থান ট্রাফিক মোড় এলাকা (ট্রাফিক পুলিশ বক্সের পিছনে)’য় সমাবেশের মঞ্চ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে! ফলে, কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আগত বিএনপির রোড মার্চ কি ভাবে সু’ শৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বারইয়ারহাট অতিক্রম করে মীরসরাই পথসভা শেষ করে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে তা নিয়ে এখন শুধু মীরসরাই উপজেলাতেই নয় রিতিমতো পুরো চট্টগ্রাম ব্যাপী ‘টক্ অব দ্যা সিটি’ তে পরিনত হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |