আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৭
বিডি দিনকাল ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কুমিল্লা থেকে চট্টগ্রাম রোড মার্চে অংশগ্রহণ করতে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিয়ে প্রায় ২২ কিলোমিটার যদি পথ অতিক্রম করে বিশাল বহর নিয়ে চট্রগ্রাম শহরে রোড মার্চের সমাবেশ স্থলে উপস্থিত হয় সন্দ্বীপ উপজেলা বিএনপি ও বহিঃবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সমন্বয়ক , বিএনপি কুয়েত শাখার সভাপতি জনাব মাহফুজুর রহমান মাহফুজের নেতৃত্বে নেতৃত্বে নেতা কর্মীরা ।
নগরের নূর আহমদ সড়কের নেভাল এভিনিউস্থ তিন রাস্তার মোড়ে আয়োজিত বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে উপস্থিত হয় ।
গতকাল ৫ অক্টোবর ২০২৩ অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম রোড মার্চে -বহিঃবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে বর্হিবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সমন্বয়ক জনাব মাহফুজুর রহমান মাহফুজের নেতৃত্বে বিশুদ্ধ পানি বিতরণ করা হয় ।
এদিকে সংগঠনের সাংগঠনিক সমন্বয়ক ও কুয়েত বিএনপির সভাপতি মাহফুজ বলেছেন , বিএনপির বড়ো ধরণের যেই বিভাগেই এই ধরণের কর্মসূচি হয় আমরা চেষ্টা করি স্বতঃস্পুর্ত ভাবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি বিতরণ করি । ভবিষ্যতেও এই সেবা মূলক কর্মসূচি কার্যক্রম আমরা অব্যাহত রাখবো ।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য (দপ্তরের বিশেষ দায়ীত্ব প্রাপ্ত) জনাব তরিকুল ইসলাম তেনজিং, উত্তর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দীপ উপজেলা বিএনপির আহবায়ক- এ্যাডভোকেট আবুতাহের, সন্ধিপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর ঠাকুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপি’র আহ্বায়ক রিপন তালুকদার, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বসার। সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আজমত আলী বাহাদুর ও সন্দ্বীপ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা কাসেম মাষ্টার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ১নং সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শামীম। চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি সহ সন্দ্বীপ উপজেলা বিএনপির সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, যুবদল, সেচ্ছাসেবক দল, জাসাস, মৎস্যজীবীদল, শ্রমিকদল, সহ সন্দ্বীপের সর্বস্তরের নেতৃবৃন্দ প্রমুখ ।
উল্লেখ এর আগে সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা থেকে রোডমার্চ করে চট্টগ্রাম অভিমুখে রওয়ানা হন বিএনপি নেতাকর্মীরা। রোডমার্চ শেষে গতকাল নগরের নূর আহমদ সড়কের নেভাল এভিনিউস্থ তিন রাস্তার মোড়ে আয়োজিত বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির সমাপনী বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও আবদুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |