আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫২
বিডি দিনকাল ডেস্ক: পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহিদী হাসান এ্যানিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ্যানির পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ্যানির চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বাসার দরজা ভেঙে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ধানমন্ডিস্থ এ্যানির বাসা ঘিরে ফেলে। পরে তাকে বাসার দরজা ভেঙে আটক করে থানায় নিয়ে যায় তারা। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’
সারিয়ান চৌধুরী ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন- আমার বাবা বিএনপি’র প্রচার সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে এইমাত্র আওয়ামী পুলিশ অবৈধ কায়দায় টানা হেঁচড়া করে তুলে নিয়ে গিয়েছে, আমাদের ঢাকাস্থ ধানমন্ডির বাসা ভাঙচুরসহ বাসায় থাকা আমার খালার গায়ে হাত তুলে আঘাত করে, বাসায় আমার ছোট ভাইকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে এই আওয়ামী পুলিশ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
গভীর রাতে বাসার দরজা ভেঙে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আটক করে পুলিশ এই সংবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ গুলশানে চেয়ারপারসন এর কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |