আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৪
চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এবারের আসরে এটা টাইগারদের টানা দ্বিতীয় হার। এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও হেরেছিল সাকিব আল হাসানের দল।
আজ আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৭.১ ওভার বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন করেন ৭৮ আর ড্যারি মিচেলের ব্যাট থেকে আসে ৮৯ রান। আসরে এটা কিউইদের টানা তৃতীয় জয়। এর আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল তারা।
বাংলাদেশের পুঁজি ২৪৫ রান
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান করেছে বাংলাদেশ। ব্যাট হাতে মুশফিকের ৬৬ রানের পর শেষদিকে ৪৯ বলে ৪১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া সাকিব আল হাসান ৪০ ও মেহেদী হাসান মিরাজ করেন ৩০ রান। এর আগে ২০১৯ বিশ্বকাপে কিউইদের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৪৪ রান করেছিল বাংলাদেশ।
আফগানিস্তানকে হারিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় হার দেখেছে টাইগাররা। ফলে এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে মরিয়া সাকিব আল হাসানের দল। এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ বার নিউজিল্যান্ডের মুখোমুখি হলেও কখনো জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |