আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৬
রহুল আমিন খাঁন স্বপন; ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. মুছা খান ওরফে রনি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে শনিবার (১৪ অক্টোবর) রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ হলে অভিযুক্তের শশুর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক মো: মুছা খান ওরফে রনি (২৫) শনিবার (১৪ অক্টোবর) রাতে কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি ধর্ষণের শিকার ওই গৃহবধূ তার মাকে মুঠো ফোনে জানালে, তার মা প্রবাসী জামাতাকে ঘটনা জানায়। পরে ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী স্ত্রীকে থানার আশ্রয় নিতে বললে রাতেই থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পরে থানা পুলিশ অভিযুক্তক মো: মুছা খান ওরফে রনি(২৫)কে তার শশুর বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রাম থেকে আটক করে। পরে তাঁকে নিয়মিত মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদিকে শশুর নিজ গ্রামে ধর্ষণের ঘটনা ঘটিয়ে শশুর বাড়িতে এসে পলায়নেরপর আটকের বিষয়ে স্থানীয়মের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্ত যুবক মো: মুছা খান ওরফে রনি ইতিপুর্বে ২০২০ সালের অনুরূপ একটি ধর্ষণের ঘটনায় কারা ভোগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, লিখিত অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষনিক মামলা দায়ের পুর্বক অভিযুক্ত মো: মুছা খান ওরফে রনি(২৫)কে তার শ^শুর বাড়ি (পৌর এলাকার কেরোয়া গ্রাম) থেকে আটক করে রোববার (১৫ অক্টোবর) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |