আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৪
সিঙ্গাপুরের হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হওয়া প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালনে অসমর্থ হননি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, যেহেতু প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অসমর্থ হননি সে কারণে কাউকে প্রেসিডেন্টের দায়িত্ব্ব দেয়া হয়নি। তিনি সুস্থ আছেন। বৃহস্পতিবার মানবজমিন-এর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে- রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস’র খবর অনুযায়ী সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, ১৮ই অক্টোবর বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আবেদীন জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তার জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।
এর আগে প্রেসিডেন্ট গত ১৬ই অক্টোবর সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান অসুস্থ হয়ে সিঙ্গাপুরে গেলে তখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন স্পিকার আবদুল হামিদ। ওই সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রেসিডেন্টের অসুস্থতার কারণে সংবিধান অনুযায়ী স্পিকার তার দায়িত্ব পালন করছেন বলে জানান তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা।
তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য নয়। তবে অসুস্থতার কারণে তার অনুপস্থিতিতে স্পিকার ওই দায়িত্ব পালন করছেন। এর আগে বিএনপির আমলে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন।সূত্র:মানবজমিন
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |