আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫৭
ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র সহ—সভাপতি আস মোহাম্মদ তাসু, বংশাল থানাধীন ৩৪ নং ওয়ার্ড বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তুহিন, কদমতলী থানা বিএনপি নেতা নাসির মাহমুদ, মুগদা থানাধীন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মোঃ বর্ষন এবং কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ডের কাঠালবাগান ইউনিট বিএনপি নেতা মোঃ ইব্রাহিম—কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “দেশে এখন চলছে সরকারী প্রতিহিংসার প্রবল প্রতাপ। আর এই প্রতিহিংসার ছোবলে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা প্রতিনিয়তই দংশিত হচ্ছে। আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে। বর্তমানে রাষ্টে্রর সকল অঙ্গকে করায়ত্ত করে অবৈধ আওয়ামী সরকার নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বি ভাবছে। রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের ক্ষমতাকে অস্বীকার করা হচ্ছে। অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারের সকল অপকর্মের জবাব দিতেই জনগণ পথে—পথে ব্যারিকেড তৈরি করবে। বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানোর অপকৌশল হিসেবেই ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র সহ—সভাপতি আস মোহাম্মদ তাসু, বংশাল থানাধীন ৩৪ নং ওয়ার্ড বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তুহিন, কদমতলী থানা বিএনপি নেতা নাসির মাহমুদ, মুগদা থানাধীন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মোঃ বর্ষন এবং কলাবাগান থানাধীন ১৬ নং ওয়ার্ডের কাঠালবাগান ইউনিট বিএনপি নেতা মোঃ ইব্রাহিম—কে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে ফ্যাসিষ্ট সরকারকে হুঁশিয়ারী দিয়ে বলতে চাই—এভাবে গ্রেফতার ও দমন—পীড়ণ চালিয়ে চলমান গণআন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আওয়ামী শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই থাকবে।”
নেতৃদ্বয় বিবৃতিতে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |