আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪২
রাজধানীর উত্তরখান ও যমুনা ফিউচার পার্ক মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার ও মোবাইল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আল আমিন, মোঃ দিপু, মোঃ আলাউদ্দিন (বাবলু) ওরফে জাপান বাবু, মোঃ আলী বেপারী ও মোঃ ইউনুছ আলী। গ্রেফতার সময় তাদের কাছ থেকে শতাধিক চোরাই মোবাইল ফোন, ১টি আইএমইআই কাটার ডিভাইস ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গত সোমবার সন্ধ্যায় উত্তরখান ও যমুনা ফিউচার পার্ক মার্কেটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ফাইনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আলাউদ্দিন ও আলী বেপারী ঢাকার উত্তরা, আব্দুল্লাহপুর, গাজীপুরের টঙ্গীসহ বিভিন্ন এলাকা থেকে চুরি, ছিনতাই করা একেকটি মোবাইল ফোন ৪-৬ হাজার টাকায় গ্রেফতারকৃত শুভর কাছে বিক্রি করতো। গ্রেফতারকৃত শুভ এসব মোবাইল গ্রেফতারকৃত দিপুর কাছে ৮-১০ হাজার টাকায় বিক্রি করতো। শুভ ও দিপু তার সহযোগীদের নিকট হতে ছিনতাইকৃত মোবাইল, ল্যাপটপ, ডিএসএলআরসহ অন্যান্য ইলেক্ট্রনিক সামগ্রী ক্রয় করে মাস্টারমাইন্ড আল আমিন ও তার সহযোগীর নিকট ১২-১৪ হাজার টাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃত আল-আমিনের যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকান এবং তার সহযোগীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মোবাইলের দোকান রয়েছে। গ্রেফতারকৃত আল-আমিন নিজস্ব ল্যাপটপ ও সফটওয়ারের মাধ্যমে মোবাইলের আইএমইআই পরিবর্তন করে ২৫-৩০ হাজার টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করতো। এছাড়াও সে ভারত, দুবাই, মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে চোরাই মোবাইল বাংলাদেশে এনে বিক্রি করতো।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাই মোবাইল সংগ্রহ, মজুদ, ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃতদের উত্তরখান থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |