আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৮
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : বিএনপি- জামায়াতের ডাকা তিনদিন’র অবরোধ কর্মসূচির তৃতীয় ও শেষ দিনে আজ ও চট্টগ্রামের কোনো রুটে নেই কোনো যানবাহন ও যাত্রীর চাপ। এমন কি ছেড়ে ও যায়নি দূরপাল্লার কোনো বাস।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস গন্তব্যস্থলের উদ্যেশ্যে ছেড়ে যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। নগরের আন্তঃজেলা টার্মিনাল ঘুরে দেখা গেছে বাস ও চেয়ারকোচের সারি।
চট্টগ্রাম থেকে ঢাকা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লা ও নোয়াখালী সহ দেশের ১১৭টি রুটে নিয়মিত যানবাহন চট্টগ্রাম শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যেতে দেখা গেলে ও বিএনপি-জামায়াতের অবরোধ যেনো ওই সব কিছুতে ‘বরফ’ ঢেলে দিয়েছে।
সূত্র আরো জানায়, উল্লেখিত, রুটগুলোর মধ্যে ৭-৮টি রুটে যানবাহনের সংখ্যা অত্যাধিক বেশি।
নগরের বিআরটিসি বাস টার্মিনাল, মাদারবাড়ি শুভপুর বাস স্ট্যান্ড, কদমতলী বাস স্ট্যান্ড, তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা, একে খান মোড়, অলংকার, বহদ্দারহাট বাস টার্মিনাল সহ বিভিন্ন এলাকা থেকে এ সব তথ্য পাওয়া গেছে। এখানে দায়িত্ব রত: সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, এখান থেকে কোনো রুটে কোনো যানবাহন ছেড়ে যায়নি।
সকাল থেকেই মহাসড়কে যান চলাচল একবারেই নেই বললে চলে।
এর ফলে কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি অনেককেই বাসের জন্য মহাসড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। তবে ট্রেন চলাচল করছে। রাস্তায় রিকশা, সিএনজি অটোরিকশা, মিনিবাস চলাচল করছে।
এদিকে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম টহল দিতে দেখা যায়। নগরের প্রায় সব কয়টি পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্যনীয় ঠেকছে। অনেক গাড়ি চালক ও যাত্রীরা ‘বিডি দিনকাল’ কে বলেন, সকালে বাসা থেকে বের হয়ে দেখি মহাসড়কে তেমন যানবাহন নেই। তাই উপায়হীন হয়ে বাড়তি ভাড়া দিয়ে হলে ও সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে প্রয়োজনীয় কাজ সারিয়ে নিতে বাধ্য হচ্ছে। অনেকে চালকই মহাতঙ্কে রয়েছেন বলে গাড়ি নিয়ে বের হতে রাজি নন। আবার বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটছে বিধায় কোনো যাত্রী ও দগ্ধ হওয়ার ভয়ে গাড়িতে ও উঠতে চাইতেছেন না। ফলে, চালক ও যাত্রীরা ভয়ে থাকার কারনে কোনো গাড়ির চাকা ও ঘুরছে না।
দু’ একজনকে যা ও সড়কে গাড়ি নিয়ে বের হতে দেখা যায় তারা পেটের দায়ে বাধ্য হয়েই বাস নিয়ে সড়কে নেমেছেন বলে জানান
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |