- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁর পত্নীতলায় জাতীয় সমবায় দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার উপজেলা চত্বর এলাকায় এক বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিবৃন্দ উপজেলা চত্বরে সমবায় দিবসের পতাকা উত্তোলন করেন।
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ – ২এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সামসুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সহ- সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সমবায়ীবৃন্দ, সূধীজন প্রমুখ।
Please follow and like us:
20 20