আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খান শনিবার রাজধানীর আগারগাঁও-এ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করে বলেছেন , পৃথিবীর কোনো আইনেও লেখা নেই বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে। যেসব রাজনৈতিক দলের সক্ষমতা নেই, জনসমর্থন নেই; তারা তো নির্বাচনে আসবেই না। এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সার্বিক প্রস্তুতি নিয়ে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানায় ইসি।
ফারুক খান বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, নির্বাচনের সময় অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে না। সুতরাং যেসব রাজনৈতিক দলের সক্ষমতা নেই, যাদের জনসমর্থন নেই, জনগণের প্রতি যাদের আস্থা নেই; তারা তো নির্বাচনে আসবে না। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে, সরকার তাতে সহায়তা করছে। ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকার থেকে ৮২টি সংস্কারমূলক পদক্ষেপ নেয়া হয়েছে, যেগুলো ইসি বাস্তবায়ন করছে। এসবের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ব্যালট পেপারের পেছনে সিল এবং স্বাক্ষরের ব্যবস্থা করা হয়েছে। যার মাধ্যমে নির্বাচন আরও অবাধ ও সুষ্ঠু হবে।
এ সময় বিএনপির কর্মসূচি নিয়ে তিনি বলেন, বিএনপি যে কর্মসূচি দিচ্ছে, এগুলো রাজনৈতিক কর্মসূচি নয়। এসব সহিংসতামূলক কর্মসূচি। তাদের রাজনৈতিক কর্মসূচি সহিংসতাপূর্ণ। এটাকে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বলা যেতে পারে না। তারা সন্ত্রাসী দলের মত কর্মসূচি দিচ্ছে। নির্বাচনের সময় যদি কোনো রাজনৈতিক দল যদি অরাজকতা সৃষ্টি করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইসি নিজেই এটা জানে কখন কী ব্যবস্থা নিতে হবে, সে ব্যাপারে ইসি অবগত রয়েছে।
ফারুক খান বলেন, আওয়ামী লীগ কখনও নির্বাচনে অরাজকতা করে না। আমরা বিশ্বাস করি, নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করবে। যেসব রাজনৈতিক দল নাম সর্বস্ব, যাদের ভোটার নেই, তারাই কেবল এ ধরনের কথা বলতে পারে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |