- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে
নড়াইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে। আগামি ১৩ নভেম্বর খুলনার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়াইলে সভা করেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
জানাগেছে, ‘আগামী ১৩ নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। সে জনসভা সফল করার লক্ষ্যে নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনসভা সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।’
এ সময় জেলা আওয়ামী লীগেরসভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন খান নিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সম্পাদক নির্মল কুমার চ্যার্টাজী, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা। এ সময় আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
Please follow and like us:
20 20