আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৭
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সহ ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সূত্র জানায়, আওয়ামী দলীয় স্থানীয় এমপি ও সাবেক মন্ত্রী এবং বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পুত্র মাহবুব উর রহমান রুহেল, আওয়ামী দলীয় মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া এবং সাবেক সেনা কর্মকর্তা শামস চৌধুরী সহ ৭জনের মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম- ১ মীরসরাই আসনে সোমবার পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়া, সতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামসুল আলম চৌধুরী শামস সহ ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছ থেকে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া। এ সময় মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন প্রসঙ্গ ক্রমে স্থানীয় সাংবাদিকদের জানান, সোমবার বিকাল ৪টা পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের প্রার্থী আব্দুল মন্নান, সতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামসুল আলম চৌধুরী শামস, মোঃ মোস্তফা, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নুরুল করিম আফসার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন৷
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করতে হবে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |