আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৫
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের মীরসরাইতে পুলিশের আসামি বহনকারী মাইক্রোর ধাক্কায় ফিরোজা বেগম (৫৩) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকার ৮ নং দুর্গাপুর ইউনিয়নে পরিষদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতা ফিরোজা বেগম মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূঁইয়া গ্রামের হাজী মোঃ মুজিবুল হক মেস্ত্রী বাড়ির এনামুল হকের স্ত্রী বলে পারিবারিক সূত্র জানায়। নিহতার ছেলে মোঃ মহি উদ্দিন তার মা’এর এহেন মর্মান্তিক মৃত্যুত বুক ফাটা আহাজারি করতে করতে বলেন, আমার মা’ ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু, ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে পুলিশের আসামি বহনকারী একটি হাইস মাইক্রো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মা’র মৃত্যু হয়। এই মৃত্যু তিনি কি ভাবে মেনে নিবেন, এবং মা’কে আর কি ফিরে পাবেন বলে শুধু বিলাপ করতে থাকেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত: চিকিৎসক মোমিতা রায় জানান, দুর্ঘটনায় নিহতা ওই মহিলা কে হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন। শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাত’র কারনে তিনি স্বল্প সময়ের মধ্যে মৃত্যুর ঢলে পড়তে পারেন বলে তিনি তার ধারণা মোতাবেক জানিয়েছেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার জানান, পুলিশ নিহতার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ও ওসি জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |