- প্রচ্ছদ
-
- অপরাধ
- চট্টগ্রামের আনোয়ারায় ফিল্মিস্টাইলে গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৬ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের আনোয়ারায় ফিল্মিস্টাইলে গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৬ লাখ টাকা ছিনতাই
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি টেক্সিতে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা অপর যাত্রী গরু ব্যবসায়ীর কাছ থেকে ১৬ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। ফিল্মি স্টাইলে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে দশটার দিকে। সরকার হাটের গরু ব্যবসায়ী ও খামারি ফজলুল কাদের মাস্টার (৭০) এ ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি গরু কিনতে টাকাগুলো ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাতও করে। বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের ০৮ নং ওয়ার্ডের মৃত গুরু মিয়ার পুত্র সরকার হাটের গরু ব্যবসায়ী ও খামারি ফজলুল কাদের মাস্টার উল্লিখিত সময়ে সরকার হাট থেকে সিএনজি করে আনোয়ারা ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছিলেন। টেক্সিটি পটিয়া আনোয়ারা– বাঁশখালী (পিএবি) সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছার আগে ছিনতাইয়ের শিকার হন। তিনি বলেন, আনোয়ারায় ব্যাংকে জমা করার জন্য ১৬ লক্ষ টাকা ও কয়েকটা চেক বই নিয়ে বের হই। সরকার হাট গরু বাজারে পূর্ব থেকে দাঁড়ানো একটি সিএনজি অটো রিকশায় ওঠলাম। গাড়িতে চালকসহ আরো ৩ জন যাত্রী ছিল। আমি ওঠার পর গাড়িটি চলতে শুরু করে। বরুমচড়ায় পৌঁছার পর পর গাড়িতে থাকা অপরিচিত ব্যক্তিরা আমি কিছু বুঝে ওঠার আগে আমাকে চেপে ধরে চুরি মেরে আমার কোমরে বেল্ট সদৃশ চামড়ার ব্যাগ ও হাত ব্যাগে থাকা মোট ১৬ লাখ টাকা ও ব্যাগে থাকা কয়েকটি চেক বই, জমির দলিল ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধস্তাধস্তি করে ছিনতাইকারীদের হাত থেকে একটি ছুরি কেড়ে নিই। এসময় ওরা আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এভাবে ফিল্মি স্টাইলেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
জানা গেছে, একটি সংঘবদ্ধ একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে যাত্রী সেজে এ ধরনের ঘটনা সংঘটিত করে আসছে। প্রকাশ্য দিবালোকে জনবহুল সড়কে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ী আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান।
ঘটনার শিকার ফজলুল কাদের মাস্টার আরো বলেন, আমি দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে গরু ব্যবসায় জড়িত। আমি একজন খামারিও। ছিনতাই হওয়া টাকাগুলো আমি গরু কিনতে সিরাজগঞ্জে ব্যাংকে পাঠাতে যাচ্ছিলাম। দিনের আলোতে যাত্রী সেজে সিএনজিতে আমার সাথে এমন ঘটনা হবে আমি কল্পনাও করতে পারিনি। এ ঘটনায় আমি অনেকটা নিঃস্ব হয়ে গেলাম। আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেল। ছিনতাইকারীরা আমার দুই পা ও হাতে ছুরিকাঘাত ও করেছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। গাড়ি থেকে ফেলে দেওয়ার পর স্থানীয়রা এসে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, সিএনজি অটোরিকশায় গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনাটি দুঃখজনক। ঘটনার পর থেকে পুলিশ অপরাধীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Please follow and like us:
20 20