আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩১
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : বড় দিনের উৎসব বলে কথা। পুরো ইউরোপ জুড়ে সাজ সাজ রব। নভেম্বর মাস থেকেই জ্বল জ্বল করে রাতের আলোকসজ্জা । নানা রংয়ের আলোয় সেজে ওঠে রাস্তা ঘাট, ব্যাবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী ও গাছপালা । ইতালিও এর ব্যাতিক্রম নয়। দিনের সাজসজ্জা থেকে রাতের সাজসজ্জা ও ঝলমলে আলো মুগ্ধ করে সবাইকে। ইউরোপে খৃষ্টান ধর্মাবলম্বীরা যিশু খৃষ্টের জন্মদিন পালন করেন ধূমধাম করে। দিনটি উপলক্ষে নানা আয়োজন থাকে তাদের। রাস্তা ঘাটে, শপিংমলে সান্তা ক্রস সেজে বাচ্চাদের চকলেট বিতরন করা, তাদের সাথে ছবিতোলা, মজা করা বাচ্চাদের বিনোদন দেয়া সান্তাক্রস করে থাকে। বড় দিন কে সামনে রেখে শপিং মলে কেনা কাটার ধুম পরে যায় । এই সময়ে সরকারি ছুটি থাকায় অনেকেই এক শহর হতে অন্য শহরে বেড়াতে যান। ছুটি কাটান পরিবার নিয়ে একান্তে অথবা আত্মীয় স্বজন দের সাথে। সকালে গ্রীর্জায় প্রার্থনা শেষে, অনেকেই আড্ডা ও দুপুরের খাবার খান বাড়িতেই। অধিকাংশ সময় রাতের বেলা বাইরেই খাবার খেতে খেতে আড্ডা দেন বন্ধুবান্ধব ও স্বজনদের সাথে। ইতালিয়াদের ন্যায় প্রবাসী অনেক বাংলাদেশীরাও আনন্দ ভাগাভাগি করেন তাদের সাথে। যিশুখ্রিষ্টের জন্মদিনে ভালোবাসায় ভরে উঠুক সকলের মন, জীবন হউক সুন্দর , হিংশা হানাহানি যুদ্ধ-বিগ্রহ বন্ধ হউক, শান্তি আসুক সকলের জীবনে এটাই প্রত্যাশা সকলের।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |