- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- রাঙ্গামাটিতে বিএনপির লিফলেট বিতরণে বাধা: পুলিশের বিরুদ্ধে বাকবিতণ্ডা ও নের্তৃবৃন্দের সাথে অশোভন আচরণের অভিযোগ
রাঙ্গামাটিতে বিএনপির লিফলেট বিতরণে বাধা: পুলিশের বিরুদ্ধে বাকবিতণ্ডা ও নের্তৃবৃন্দের সাথে অশোভন আচরণের অভিযোগ
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৭ পূর্বাহ্ণ
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম ‘: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে পার্বত্য রাঙামাটিতে লিফলেট বিতরণ করতে গিয়ে পূলিশি বাধার মুখে পড়তে হয়েছে বিএনপি কে।
তবে, পুলিশের বাধার মুখে মাঝ পথেই শেষ করে দিতে হয়েছে লিফলেট বিতরণ কর্মসূচি।শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে জেলা বিএনপি। এ সময় কেন্দ্রীয় বিএনপি’র সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিন্বপন দেওয়ান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুবদলের কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এর সাথে পুলিশ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শিরা জানায়।
দলীয় সূত্র জানায়, পুলিশ এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনের রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল কে ধাক্কা মারেন।
জেলা বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বনরুপা মৈত্রী বিহার এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে বলে সূত্র জানায়। পরে সেখানেই কর্মসূচি শেষ করে দলটি।
এ সময় বিএনপি নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ অভিহিত করেন। তারা নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে সরকার পতনের আন্দোলনে সকলকে সামিল হবার আহবান জানান।
Please follow and like us:
20 20