- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- চট্টগ্রাম মহানগর যুবদল’র সভাপতি দিপ্তীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাসায় পুলিশের হানা
চট্টগ্রাম মহানগর যুবদল’র সভাপতি দিপ্তীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাসায় পুলিশের হানা
প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগর যুবদল’ সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাসায় তল্লাশির নামে হানা দিয়েছে পুলিশ।
গত রাতে এ অভিযান চালানো হয় বলে দলীয় সূত্র জানায়।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ–দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী ‘কমল’ নিউজ কে বলেন, গ্রেপ্তারের উদ্দেশ্যে আকবর শাহ রেলওয়ে কলোনিস্থ মোশাররফ হোসেন দিপ্তীর বাসায় ওই রাতে আকবর শাহ থানা পুলিশ হানা দিয়েছে। কিন্তু, তখন তিনি বাসায় ছিলেন না বলে পুলিশের গ্রেপ্তারের হাত থেকে বেঁচে যান
দলীয় সূত্রে জানা গেছে, পুলিশি অভিযানের আগে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নের্তৃত্বে নগরের একে খান মোড় ও ইস্পাহানি রেল গেইট এলাকায় কেন্দ্রীয় অবরোধ কর্মসূচির অংশে মিছিল করে যুবদলের নেতা-কর্মীরা। আর সে কারণেই পুলিশ তাদের কে গ্রেপ্তারের জন্য ওই রকম কর্ম চালায়।
এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর বাসায় পুলিশি তল্লাশির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
Please follow and like us:
20 20