আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫১
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম: বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ৭ জানুয়ারি’র জাতীয় সংসদ নির্বাচন বয়কট ও সরকারের পদত্যাগ সহ এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমন্বয়ে বুধবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোলঘেঁষা মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে মীরসরাই থানা পুলিশ ১০ জন নেতা-কর্মী কে গ্রেপ্তার করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী সহ দলের ১০ জন নেতা-কর্মী কে গ্রেপ্তার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন এবং দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ অপরাপর নের্তৃবৃন্দ। নের্তৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |