আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২২
বিডি দিনকাল ডেস্ক :- পল্টন মডেল থানার আরেক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া দুই মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় হওয়া আরেকটি মামলা রয়েছে মির্জা ফখরুলের বিরুদ্ধে। সেটিতে জামিন না পাওয়ায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১ মামলার মধ্যে ১০টিতে জামিন পেলেন।
পল্টন থানার পৃথক দুটি মামলায় আজ জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদী বলেন, পল্টন থানার দুটি মামলায় জামিন পেয়েছেন আমির খসরু। আগামীকাল আরও আটটি মামলায় তাঁর জামিন আবেদন বিষয়ে শুনানির দিন ধার্য আছে। তাঁর উপস্থিতিতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ ৩ নভেম্বর ২০২৩ ইং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়। ওই দিন বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
এর আগে গত ২৯ অক্টবর ২০২৩ ইং গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ । সেই থেকে অন্নান্ন আটক কৃত নেতাকর্মীদের সাথে কারাগারে আটক রয়েছেন এই দুই নেতা ।।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |